সরাইল প্রতিনিধি :
অরুয়াইলে “ব্রাক” এনজিও কর্মীদের কিস্তির চাপে দিশেহারা হয়ে ঘুরছে ভূক্তভোগী ঋণ গ্রাহক সদস্যরা। কিস্তির টাকা না দিতে পেরে পালিয়ে বেড়াচ্ছে অনেক ঋণী গ্রাহক।
গত ১৯ এপ্রিল সোমবার সকালে সরাইল উপজেলার অরুয়াইল ” ব্রাক” এনজিও কর্মী মোঃ আবুল কালাম অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে গিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগসহ অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। লকডাউনে শ্রমজীবী কর্মহীন মানুষ একদিকে পেটে নাই ভাত অপর দিকে কিস্তির টাকার চাপে ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছে।
কিস্তির চাপে দিশে হারা জনৈক নারী বলেন আমার স্বামী চিটাগং বাদাম বিক্রি করত করোনার জন্য লকড়াউনে বাড়ীতে বওয়া,কাজ নাই টাকা নাই। ঘরের খাওন নাই। অহন কিস্তির স্যারের চাপে ফলাই ফলাই তাহি।
এ ব্যাপারে অরুয়াইল “ব্রাক” অফিসে দায়িত্বরত ম্যানেজার মোঃ আবুল কালাম বলেন কিস্তি আদায় এখন বন্ধ, কিস্তির টাকার জন্য কাউকে চাপ দেওয়া যাবে না, তবে কেউ সেচ্ছায় কিস্তির টাকা দিতে চাইলে নেওয়া হবে। টাকার জন্য চাপ দেওয়ার কথা না, আমার কর্মী এমন করল কেন আমি দেখব।