আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে রাতের আঁধারে কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক :

সাভারে ঘরের দরজা কেটে প্রিয়াংকা সাহা (২২) নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে সাভার পৌর এলাকার দক্ষিন পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। প্রিয়াংকা একই এলাকার স্বপন সাহার মেয়ে। সে ঢাকার মিরপুরের শাহ্ আলী কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, এদিন রাত চারটারদিকে ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে কলেজ ছাত্রী প্রিয়াংকার হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে পাশের ঘর থেকে পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগীর বাবা স্বপন  সাহা বলেন, আমার মেয়ে রাতে ঘুমিয়ে ছিল। এ সময় ঘরের ভেতর প্রবেশ করে দুর্বৃত্তরা তার মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ