রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার ধামরাই উপজেলার
কুশুরা ইউনিয়নে টিসিবির আওতায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২০ শে এপ্রিল -২০২১ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধনকরেন বিএডিসির সাবেক সদস্য পরিচালক ও কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ নুরুজ্জামান
পণ্যের মূল্য তালিকা –
১। সয়াবিন তেল -১০০/- লিটার,
২। মুসুর ডাল -৫৫/- কেজি,
৩। চিনি -৫৫/- কেজি,
৪। ছোলা -৫৫/- কেজি,
৫। পিয়াজ -২০/- কেজি,
৬। খেজুর -৮০/- কেজি।
এ’সময় সংশ্লিষ্ট ডিলার সহ সরকারের ন্যায্যমূল্যে টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করতে আসা কুশুরা ইউনিয়নবাসী,আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
ন্যায্যমূল্যে পন্য সামগ্রী ক্রয় করতে আসা কুশুরা ইউনিয়নের জনগন, আওয়ামীলীগ, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।