আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় মহামারী করোনাভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব এবং ঝাটকা সংরক্ষনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় মাস্ক না পরায় তিনজনকে জরিমানা করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল ও নয়ারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আশুলিয়া সার্কেল) শেখ জাহিদ হাসান প্রিন্স।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, মহামারী করোনাভাইরাস সংক্রমন বৃদ্ধি রোধ করা এবং ঝাটকা মাছ সংরক্ষনে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় সামাজিক দূরত্ব না মানা এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে তিনজনকে এক হাজার একশত টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন আহবান জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ