আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

শাহজাদপুরে লছিমন-মোটসাইকেল মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছিতে শ্যালো ইঞ্জিন চালিত(ভটভটির) লছিমন সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন নিহত হয়েছে। রবিবার(১৮এপ্রিল) ইফতারের আগে পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী এলাকায় এদুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শামীম হোসেন (৩৬) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ খন্দকারের ছেলে সুজন (৩৫)। দুজনই মোবাইল মেকার।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মো. শাহজাহান আলী জানান, মোবাইল যন্ত্রাংশ কেনার জন্য শামীম ও সুজন মোটর সাইকেল নিয়ে শাহজাদপুর যাচ্ছিল। শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত (ভটভটি) লছিমনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায় এবং হাসপাতালে নেবার পর সুজন মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ভটভটি জব্দ করা হয়েছে।উল্লেখ্য, গতশুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত হয়। এবং গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের হালিয়াঘাটি নামক স্থানে ট্যাংকলরি ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত হয়। এবং গত ১৯ মার্চ একই স্থানে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে সিএনজির চালকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ