আলাউদ্দিন সবুজ. ফেনী প্রতিনিধি
ফেনীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের নির্দেশনা না মেনেই খোলা হয়েছে মার্কেট ও বিপনীবিতান। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে দোকানপাটও খোলা রাখতে দেখা গেছে।
আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই খোলা রয়েছে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রীন টাওয়ার, কলেজ রোডের শহীদ হোসেন উদ্দিন বিপনীবিতান ও মিজান রোডের তমিজিয়া শপিং কমপ্লেক্স। এ তিনটি মার্কেটের সম্মুখস্ত অন্যন্যদিনের মতো যাত্রীর জন্য রিক্সাও অপেক্ষমান রয়েছে। দোকানপাটে লোকসমাগমও রয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সড়কে দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।
এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ফেনীর সময়কে জানান, বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার জানিয়েছেন, বিষয়টি তদারকী তথা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দুপুরের পর থেকে সেনাবাহিনী টহলে নামছেন।
এদিকে অন্যদিনের তুলনায় ফাঁকা রয়েছে পুরো শহর। ব্যস্ততম ট্রাংক রোড ও মহিপাল অনেকটা জনমানবশূন্য।
এর আগে মঙ্গলবার রাতে কাচা বাজার ও মুদি দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা এ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি জারি করেন।
ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেছিলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনী সদর উপজেলায় সকল প্রকার হাটবাজার, চায়ের দোকান, সেলুন, শপিংমল বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। শুধুমাত্র ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে। কাঁচা বাজার এবং মুদি দোকান প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। রাস্তায় কিংবা বাজারে ঘোরাফেরা করা যাবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অপরাপর উপজেলাসমূহেও স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগন একই আদেশ জারি করেছেন।