আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

একুশে পদক প্রাপ্ত অভিনেতা এস এম মহসীন মারা গেছেন

মোকাব্বির আলম সানি ( নিজস্ব প্রতিবেদক) :

অভিনেতা এস এম মহসীন মারা গেছেন। আজ রোববার (১৮ এপ্রিল) সকাল ৯.৩০ এর  দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর ছোট ছেলে রাশেখ মহসিন  বিষয়টি নিশ্চিত করেছেন। করোনাভাইরাস সংক্রমণ আমার বাবার ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করেছে,” তিনি বলেছিলেন , “অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।” করোনায় আক্রান্ত হয়ে তিনি হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসএম মহসিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক সপ্তাহ আগে তাকে বারডেমে আনা হয়েছিল।
 এস এম মহসীন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য। গুণী এই অভিনেতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন। ‘পদক্ষেপ’ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।২০১৮ সালে তিনি বাংলা একাডেমির সম্মানিত ফেলো হন, পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ