আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে  দোকান খোলা রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখায় ৩ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে কালামপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এসময় লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় জনতা ট্রেডার্স ৫ হাজার , ওয়াসিম বস্ত্রালয় ৫ হাজার, আব্বাস হার্ডওয়্যার ৭ হাজার সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন,করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় সারা দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলা রাখায় ৩ দোকান মালিককে ১৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, তাদেরকে সতর্ক করা হয় যাতে তারা পরবর্তীতে এই ভুল না করেন। সচেতনতা বৃদ্ধির লক্ষে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকারি নির্দেশ মেনে মাস্ক, সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও ঘরে থাকার আহবান জানান। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার কথা বলেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ