মোঃ সুমন ইসলাম
রংপুর প্রতিনিধি :
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছে এক চিকিৎসক দম্পতি দেশে আর কোন দম্পতি করোনা চিকিৎসা সেবা দিচ্ছে কিনা আমার জানা নেই, হতে পারে তারাই প্রথম দম্পতি যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা রুগীদের চিকিৎসা দিচ্ছেন । এই দম্পতির এক জন হচ্ছে ডা: রিফাত মাহমুদ যার জন্ম দিনাজপুরে হলেও বেড়ে ওঠা আর পড়াশুনা রংপুরেই । তিনি রংপুর করোনা হাসপাতালের সঙ্গে প্রথম থেকেই যুক্ত । তার মা ২৮ বছর ধরে ডায়াবেটিস, হাইপারটেনশনে ভুগছেন। মাইনর স্ট্রোক করেছেন এর আগে। একগাদা ঔষুধ খেতে হয় দিনে, ইনসুলিনের ডোজ জানলে হয়তো আপনি অবাক হবেন । তার বাড়িতে দুই মানুষ ছাড়া আর কেউ নেই। তিনি তার মায়ের একমাত্র ছেলে তার অসুস্থ মা বাসায় একায় তিনি তার অসুস্থ মাকে দেখেন নি প্রায় তিন মাস । একবার ভাবুন তার মনের কষ্টগুলো । এই দম্পতির আরেকজন হলেন ডা: নূর – ই- সাবা আশা যার জন্ম রাজশাহীতে । এমবিবিএস পাশ করেছেন রংপুর মেডিকেল কলেজ থেকে । তিনিও তার স্বামীর সঙ্গে রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন রুগীদের । তিনি হয়তো ভেবেছিলেন বিয়ের পর তার প্রথম ঈদটি করবেন শশুর বাড়িতে সকলের সঙ্গে মজা করে কিন্ত না তিনি তার বিয়ের পর প্রথম ঈদটি করেছেন হাসপাতালে রুগীদের সেবা করে । আমরা কতজনই জানি বা জানার চেষ্টা করি দেশের ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দেয়া এই মানুষ গুলোর কষ্ট ও ত্যাগের কথাগুলো । আসুন সকলে দোয়া করি আমাদের সেবা দেয়া এই মানুষগুলোকে আল্লাহ্ যেন সুস্থ রাখেন – আমিন ।দৈনিক আগামীর সংবাদ এর পক্ষ থেকে স্যালুট জানাই এই চিকিৎসক দম্পতিকে ।