মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
নবেল করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ১১ দিনের লক্ষ্মীপুর প্রেস ক্লাব বন্ধ ঘোষনা করা হয়েছে। আগামীকাল ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ক্লাবের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আজ (২৪ মার্চ) মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় প্রেসক্লাবের সদস্যদের স্ব-স্ব অবস্থায় থেকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, নবেল করোনা ভাইরাস সংক্রামক পতিরোধে লক্ষ্মীপুরে খাবার ও ঔষদের দোকানপাট ছাড়া সকল দোকানপাট ও চলাচলের উপর নিষেদ্ধা দেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। এরই আলোকে সাংবাদিকদের সুরক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয় লক্ষ্মীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে।