আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

তাহিরপুরে যুবককে প্রাণ নাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

তুচ্ছ ঘটনার জের ধরে সুনামগঞ্জের তাহিরপুরে এক নিরীহ যুবককে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যও ব্যক্তিদের অবগত করে নিরীহ যুবক আবু তোরাব (২৭) তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।আবু তোরাব তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের শাহ আলম তালুকদারের পুত্র ও স্থানীয় সাংবাদিক আবু জাহান তালুকদারের সহোদর বড় ভাই।এ ঘটনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে ৩ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবু তোরাব ।জানা যায়, অভিযোগকারী ও অভিযুক্তরা একই গ্রামের এবং একে অপরের প্রতিবেশী। বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিলো দু’টি পরিবারের মধ্যে।লিখিত সুত্রে জানা যায়, অভিযুক্তদের একটি বড় হাসেঁর খামার রয়েছে । ঘটনার দিন (সোমবার) সকালে অভিযুক্তদের পালিত হাজারো হাসঁ আবু তোরাবের মাড়াখলায় থাকা ধানের ব্যাপক ক্ষতি করে।ধানের ক্ষতি নিয়ে আবু তোরাব কথা বললে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী মৃত ফারুক মিয়ার ছেলে মোছতাকুল তালুকদার সহ আরো ২/৩ জন আবু তোরাবকে বেধড়ক মারপিট করে। সেই সাথে বাজারে-ঘাটে-মাঠে যে কোন জায়গায় মারধরের বিষয়টি বললে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।ঘটনার পরপরই, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেককেই অবগত করেছেন সাংবাদিক আবু জাহান তালুকদার।এ ঘটনায় অভিযুক্ত মোছতাকুল তালুকদার জানান, হাসেঁর ধান খাওয়া নিয়ে সামান্য তর্কবিতর্ক হয়েছে। তবে মারধর ও হুমকির বিষয়টি অস্বীকার করে মোছতাকুল।তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ