সরাইল প্রতিনিধি, হাসনাত কাইয়ূম
ব্রাহ্মণবাড়িয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করেছে সরাইলের রানীদিয়া গ্রামের শিক্ষক ও কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রানিদীয়া গ্রামের শিক্ষক ও কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের উদ্যোগে আজ ২৫ মার্চ বুধবার সকালে করোনা ভাইরাস আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষা ও সচেতনতার লক্ষ্যে গ্রামের বিভন্ন পয়েন্টে হাত ধোয়ার জন্য সাবানসহ পানির ড্রাম স্থাপন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন জায়গায় ব্যানার স্থাপন করেন পাশাপাশি গ্রামের সকল মহলে লিফলেট বিতরন করেন।
সাবানসহ ড্রাম স্থাপন করে হাত ধোয়ার ব্যাবস্থা করেন রানীদিয়া গ্রামের ব্রীজের গোড়ায়, সিএনজি স্টেশন, অটো স্টেশন ও গ্রামের ৩ টি বড় মসজিদে। এ সময় রানিদিয়া গ্রামের দুই মেম্বার ইসলাম উদ্দিন, মোঃ রইছ মিয়া, শিক্ষক নেতা আবুল বাশারসহ কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা ও শিক্ষক বৃন্ধ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা বলেন যার যার অবস্থান থেকে সচেতনতা তৈরি করে, মানুষের পাশে থেকে এই মহা দুর্যোগ মোকাবেলা করার আহবান জানান।