আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

শাহরাস্তিতে স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ

ইব্রাহীম খলিল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

দেশে করোনার কারণে প্রতিনিয়ত যখন মৃত্যুহারসহ করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ঠিক তার উল্টোটা বিরাজ করছে চাঁদপুরের শাহরাস্তিতে।
নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও তা মানছে সাধারণ মানুষ।
সোমবার (১২ই এপ্রিল) শাহরাস্তি ঠাকুর বাজার ও কালিবাড়ী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, গুটিকয়েক জন পথচারী, ক্রেতা ও বিক্রেতা ছাড়া বেশিরভাগ মানুষই মানছে না করোনাকালীন সরকারের জারিকৃত স্বাস্থ্যবিধি।
আসছে রমজানকে কেন্দ্র করে কেনাকাটা করতে আসা বিভিন্ন ক্রেতা ও বিক্রেতার মাঝে মাস্ক ব্যবহারের উদাসীনতা দেখা গেছে।
এ নিয়ে ক্রেতাদের মাঝে কথা হলে তারা বিভিন্ন অজুহাত প্রকাশ করে বিষয়টি এড়িয়ে যান।
তাছাড়া আগামী ১৪ই এপ্রিল থেকে সরকারের নতুন করে কঠোরভাবে লকডাউনের ঘোষণার পর থেকে বিভিন্ন বিপণীবিতানসহ কাপড়ের মার্কেটেও হঠাৎ করে ঈদের কেনা কাটায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ক্রেতা ও বিক্রেতার মাঝে। এ নিয়ে এক ক্রেতার সাথে কথা হলে তিনি জনান, সামনে যদি লকডাউন বৃদ্ধি পায় তখন হয়তো জমা কাপড়ের দাম আরো বৃদ্ধি পাবে। তাই এখন কেনাকাটা করতে এসেছি।
দোকানদারদের সাথে কথা হলে তারা জানান, সামনে হয়ত লকডাউন বৃদ্ধি পাবে তাই এত ভীড়।
তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকান চালাচ্ছি।
তাছাড়া চলমান করোনা পরিস্থিতি সম্পর্কে এলাকার গণ্যমান্য ও সচেতন ব্যক্তিবর্গ বলেন, মানুষ সরকারি স্বাস্থ্যবিধির না মানলে যেকোনো পরিস্থিতির মোকাবেলা করা সরকারের পক্ষে এবং প্রশাসনের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।
তাই প্রয়োজন প্রশাসনকে আরও কঠোর হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ