আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণে প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি অফিসের পক্ষ্য থেকে কৃষকদের মাঝে ৩টি কম্বাইন হারভেস্টোর মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: এহসানুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাইসুল ইসলাম প্রমূখ।কম্বাইন হারভেস্টার মেশিন বিতরনপর সময় শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধন সরকার। কৃষকের উন্নয়নে এবং তার ফসল যথা সময়ে বাড়ি নেওয়ার জন্য সরকার ভর্তুকি দিয়ে কৃষি প্রযুক্তি কৃষকের হাতে পৌছে দিচ্ছে। সরকারের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুস ছালাম জানান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলার কৃষি শ্রমিক সংকটের কারণে কৃষকদের মাঝে ৩টি কম্বাইন হারভেস্টার মেশিন ৫০% ভর্তুকি দিয়ে বিতরণ করা হয়েছে।কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের ফলে কৃষকদের কষ্ট লাঘব হবে এবং তারা খুব দ্রুত তাদের ধান ঘরে তুলতে পারবে বলে আশাবাদী এই কৃষি কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ