আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনার ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১০ এপ্রিল) সাড়ে ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
এর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার সাত তলা সিলভার গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে। কারখানাটিতে প্রায় আড়াই ঘন্টা ধরে জ্বলছে আগুন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডিইউজেজ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশী ছিল। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ডিউপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ভোর ৫ টায় আগুন লাগে এবং ৭টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ