আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে বাঁশের সাঁকোয় ২৫ গ্রামের ৫০ হাজার মানুষের চলাচল ঝূঁকিপূর্ণ 

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের সাংকিভাঙ্গা বিলের ওপর গত ৩০ বছরেও নির্মিত হয়নি একটি সেতু। ফলে , ২৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে বাধ্য হয়ে বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝূঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী জানায়, গত ৪ বছর আগে উপজেলার খুকনি ইউনিয়নের সাংকিভাঙ্গা বিলের তীরবর্তী কাইজা, সড়াতৈল, রূপসী, চেংটার চড়, বাঁশবাড়িয়া, খুকনি, নতুন ঘাটাবাড়ি ও ঝাউপাড়াসহ পার্শ্ববর্তী ২৫ গ্রামের ৫০ হাজার মানুষের চলাচলের সুবিধার্থে ব্যাক্তি উদ্যোগে সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এরপর থেকে এ বাঁশের সাঁকো দিয়ে ঝূঁকি নিয়ে চলাচল করে আসছে এলাকাবাসী,খুকনি বাজার থেকে রিক্সা-ভ্যানে পণ্য আনানেওয়া করতে তাদের প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়। এতে করে অর্থ ও সময়ের অপচয় হচ্ছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী এল জি ই ডি আহমেদ রফিক বলেন, জনগণের দুর্ভোগের ঘোচাতে ইতোমধ্যে এই টেন্ডারে হয়ে গেছে ওয়ার্ক অডার সহ ঠিকাদার এখনো আসেনি ইনশাআল্লাহ তারাতারি কাজ শুরু হয়ে যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ