আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইয়ে “স্মৃতি রোমন্থন” নামক বইয়ের মোড়ক উন্মোচন

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সমাজ সংস্কারক লেখক মোঃ কাইসার রহমানের স্মৃতি রোমন্থন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কাইসার রহমানের আয়োজনে বৃহস্পতিবার বিকালে আত্রাই প্রেসক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন আত্রাই মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক।
আত্রাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে
স্মৃতি রোমন্থন নামক বইয়ের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করেন সাবেক সহকারী অধ্যাপক এ এফ এম মনসুর রহমান, তিনি বলেন কাইসার রহমানের লিখনীতে এলাকার উন্নয়নে শিক্ষা, যাতায়াত ব্যবস্থা, মানবিক উন্নয়ন ইত্যাদিতে তার উল্লেখযােগ্য ভূমিকার কথা় ফুটে উঠেছে।
লেখক কাইসার রহমান বলেন প্রগতিশীল চিন্তা-চেতনার আলােকে জীবন গড়ার লক্ষ্যে শিক্ষার পাঠ শেষে
সমাজ পরিবর্তন করতে সচেষ্ট হই । সেই জন্য সমাজ, গ্রাম তথা এলাকায় কিছু করতে লক্ষ্য নির্ধারণ করে তারই আলােকে শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সফল হই। এবং আমার লেখার ভিতর প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি।
এসময় উপস্থিত ছিলেন শাহিন আলম, মতিউর রহমান, শাখাওয়াত হোসেন,খয়বর রহমান, ব্যাংক ম্যানেজার এমকেএম আব্দুল হাকিম, লেখক রবিউল আলম ফিরোজ,তপন কুমার সরকার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ