আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচির” উদ্যোগে মাস্ক, সাবান ও হ্যান্ড গ্লাভস বিতরণ

বিশেষ প্রতিনিধি,  এনামুল হক শামীম 

 

২৩ মার্চ ২০২০ ইং রোজ সোমবার বিশিষ্ট সচেতনতামূলক চলচ্চিত্র নির্মাতা সংশোধন ফিল্মস-এর কর্ণধার জনাব রাসেল মিয়ার নেতৃত্বে এবং বিশিষ্ট যাদুশিল্পী জাদুরাজ মোঃ বিপ্লব এর সার্বিক পরিচালনায় ঢাকার পথশিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষ্যে মাস্ক,সাবান ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান, অফিসার ইনচার্জ, তেজগাঁ থানা ডিএমপি ঢাকা। মোঃ দেলোয়ার হোসেন সওদাগর, চেয়ারম্যান, জয় গ্রুপ। বিশিষ্ট খলনায়ক জাদু আজাদ, উপদেষ্টা,স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠন। বঙ্গ টিভির এমডি রাসেল মিয়া হৃদয় উপদেষ্টা,স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠন। ডাঃ তৈয়বুর রহমান, ডেন্টাল সার্জন। জাদু শিল্পী সাইফুল ইসলাম, সহ-সভাপতি,স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম জমির আলী, সাধারণ সম্পাদক, মাদারটেক মিতালী সংঘ। কণ্ঠশিল্পী রবিন আহ্মেদ, উপদেষ্টা,স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠন। মঞ্জুরুল আলম টিপু, পৃষ্ঠপোষক, স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠন। মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হক শামীম, সম্মানিত সদস্য, স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠন ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে খিলগাঁও এলাকায় বিতরণের কাজ পরিচালনা করা হয়, এতে উক্ত খিলগাঁও এলাকার পথশিশু প্রান্তিক জনগোষ্ঠী ও অবহেলিত ছিন্নমূল জনসাধারণ।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্ন কুঁড়াই স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠনের এসএমএস মিথুন, সাংগঠনিক সম্পাদক। রাইসা আঞ্জুমান, সাংস্কৃতিক সম্পাদক। কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক সম্পাদিকা। ফামিদা সূচি, সহকারি মহিলা বিষয়ক সম্পাদিকা। প্রিন্স নাজিম, দপ্তর সম্পাদক।উমর ফারুক ক্রীড়া সম্পাদক। মনিরুল ইসলাম মনির, মিকাইল কর্নধার। জনাব রুপক চৌধুরী সংগীত শিল্পী। উক্ত অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক এবং সাবান, গ্লাভস বিতরণ করা হয়।

স্বপ্ন কুঁড়াই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকলকে এই সহযোগিতার হাত বাড়ানোর জন্য এবং এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ