আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় বাজারে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১২ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, সাড়ে ১১ টার দিকে বাজারের একটি দোকানে বিদ্যুতের তার ছিড়ে পরে। এসময় ওই দোকানে আগুন ধরে যায়। মহুর্তেই কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসতে খবরে দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশী হওয়ায় পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যুক্ত হয়। ৪ টি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুতের তাড় থেকে আগুনের সূতপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। প্রায় ৮ থেকে ১০ টি দোকান পুড়ে গেছে। আমাদের কাজ এখনও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে নিশ্চিতভাবে বলা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ