আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :

কদিন পরে রোমজান মাস বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উত্তাপ বইছে । এ পরিস্থিতিতে টিসিবি আজ মঙ্গলবার থেকেই রমজান উপলক্ষে বাজারদরের চেয়ে কিছুটা কম দামে পণ্য বিক্রি শুরু করেছে । এসব পণ্য কিনতে চৈত্রের খরতাপ সহ্য করে লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন অনেকে । স্বল্প মূল্যে পণ্য কিনতে এসে মানছেন না সামাজিক দূরত্বও । পণ্য কেনার প্রতিযোগিতায় করোনা ঝুঁকির তোয়াক্কাও করছেন না ক্রেতারা । পবিত্র রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশের মতো শাহজাদপুরে ভর্তুকি মূল্যে পাঁচ পণ্য বিক্রি শুরু করেছে । পাঁচ পণ্য হচ্ছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজ। মঙ্গলবার বিকাল ৩টা থেকে শাহজাদপুর উপজেলা চত্ত্বরে পণ্য বিক্রি শুরু হয় । এবার প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৫৫ টাকা, মশুর ডাল ৫৫, সয়াবিন তেল ১০০, পেঁয়াজ ২০ ও ছোলা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে । পবিত্র রমজান শুরুর আগে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের তালিকাতে খেজুরের নাম থাকলেও খেজুর না পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা । এছাড়াও পেঁয়াজের মান নিম্ন হওয়ায় কথাও জানান ক্রেতারা । উল্লেখ্য যে, রমজান ও রমজান পূর্ব সময়ে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় শাহজাদপুরেও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ