আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

সাংবাদিকের ওপর দূর্বৃত্তের হামলা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোংলায় কর্মরত এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দূর্বত্তরা। এতে আলী আজিম (২৮) নামে ওই সাংবাদিকের হাত ভেঙ্গে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আলী আজিম ঢাকার ‘দৈনিক গনকন্ঠের’ মোংলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এ ঘটনায় একজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মোংলা থানার এ এস আই মোঃ নাসির বলেন, আলী আজিম নামে ওই সাংবাদিক গতকাল রাত সাড়ে ৯ টার সময় পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মিলন নামে এক ব্যাক্তি তাকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। থানায় দায়ের হওয়া অভিযোগে এ সব তথ্য উল্লেখ করা হয় বলেও জানান তিনি।
মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত করে এর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক আলী আজিমের ওপর হামলাকারী মোঃ মিলন পৌরসভার ২ নং ওয়ার্ডের মোর্শেদ সড়কে মোঃ হারুনের ছেলে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ