আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

হেতালিয়া বাধঘাট টু ,ছোটবিঘাই সড়কের বেহাল অবস্থা 

মোঃ সাইফুল আলম নীরব, নিজস্ব প্রতিবেদক :

সভ্যতা কিংবা আধুনিকতা এখানে বেমানান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ? গানটি যেন এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের কানে শ্রতিমধুর নয়।কারন, রাস্তার ভাঙা ও ধুলা বালু আর গাড়ির ঝাকুনিতে কিংবা গর্তে পড়লে গাড়ির ধাক্কাতে তারা খুব বদমেজাজী হয়ে পড়েন।অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যিনি সুস্থ থাকেন তিনিও অসুস্থ হয়ে পরেন।বলছি পটুয়াখালী সদর উপজেলার আওতাধীন বাধঘাট টু বড়বিঘাই সড়কটির কথা।সড়কটি দিয়ে যাতায়াত করেন ৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ও বাজারজাত করা হয় কৃষিপন্যসামগ্রী। রাস্তাটির বেহাল অবস্থার কারনে মানুষ এখন চরম বিপাকে। এই অঞ্চলের অর্থনীতির চাকা ক্রমশই দূর্বলের পথে শুধু মাত্র এই সড়কটির কারনে।এছাড়া বড়বিঘাই, ছোটবিঘাই, মাদারবুনিয়া ইউনিয়ন থেকে পটুয়াখালী শহরে জ্ঞানের অন্বেষণ তথা লেখাপড়া করতে আসে শত শত শিক্ষার্থী। কিন্ত রাস্তার অচল অবস্থার কারনে মহামারী করোনা অতিক্রম করলে শিক্ষার্থীদেরও পতিত হতে হবে নানা দূর্ভোগে।ঘটনাসূত্রে স্থানীয়রা জানান, রাস্তার এমন অচল অবস্থার কারনে এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দিলে তীব্র ঝাকুনিতে রাস্তায় ই সন্তান প্রসব করেন মহিলা।উক্ত রাস্তার বিভিন্ন স্থান নিচু হওয়ায় জোয়ারের পানিতেও প্লাবিত হয় রাস্তার বিভিন্ন স্থান।স্থানীয়রা জানান, প্রতিশ্রুতি মিলেছে অনেক, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন করে দ্রুত সংস্কার করা হোক বাধঘাট টু বড়বিঘাই সড়ক। আবারও পুরনো চলাচলের সুবিধা ফিরে পাক ব্যস্ততম সড়কটি। আরও জানান, রাস্তার প্রকল্পের কাজ শুরু হওয়ার পথে তবে আরও দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সংস্কারের দাবি জানান, স্থানীয় জনগন সহ ইউপি সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ