আলাউদ্দিন সবুজ. ফেনী প্রতিনিধি
ফেনীতে করোনা সংক্রামণ রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে জরুরী সভা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলণ কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান। সভায় ফেনী জেলায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে: কর্ণেল আজমির, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন সহ ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন অংশ নেন।
এসময় করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসকদের তালিকা করে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম বরাদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া জেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করবে বলে সভায় জানানো হয়