আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

দেশে নৈরাজ্যকারীদের প্রতিরোধ ও বিচার দাবিতে মানববন্ধন

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

সারাদেশে হেফাজতে ইসলাম, পাকিস্তানের দোসর, জামাত, শিবির, আলবদর, আলশামসহ বিএনপি’র মত অশুভ শক্তির নৈরাজ্যকর তান্ডব প্রতিরোধ ও অপরাধীদের বিচারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা কমান্ড,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা শাখা এবং লালমনিরহাট প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, লালমনিরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য তন্ময় আহমেদ নয়ন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আদিতমারী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আজিজুল হক,জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা শাখার আহবায়ক নওয়াজেস আহমেদ বাপ্পী,সদস্য সচিব সৈয়দ শামীম আহমেদ,লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু,সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স,প্রথম আলো সাংবাদিক আবদুর রব সুজন,সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ,সাবেক ছাত্রনেতা ফরিদ হাসান,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ তানভীর আল হুদা,যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।

মানববন্ধন শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত স্মারকলিপি লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ