আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব উপায়ে তৈরি হচ্ছে ইট

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলায় পরিবেশবান্ধব উপায়ে বাবলু সুপার ব্রিকস ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি ইটভাটা ইট তৈরি করছে। এটি রাজ্জাক গ্রুপের একটি প্রতিষ্ঠান।বুধবার (২ এপ্রিল) ইটভাটাটি ঘুরে দেখা যায়, কম্পিউটার নিয়ন্ত্রিত ‘ভাইব্রো ক্যাভিটি’ যন্ত্রে উৎপাদিত হচ্ছে ইট। যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পরিমাণ অ্যাশ, বালু, সিমেন্ট ও পাথরকুচি এসে মিশে যাচ্ছে। এরপরই যন্ত্রের চাপে তৈরি হচ্ছে ইট। এ সব ইট পোড়ানোরই প্রয়োজন পড়ছে না।রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বলেন, ‘পরিবেশ বাঁচাতে পরিবেশবান্ধব ইটের বিকল্প নেই। এ চিন্তা থেকেই এই কারখানা চালু করেছি।’প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়িক কাজে হাবিবুল ইসলাম মাঝে মধ্যেই বিভিন্ন দেশ ভ্রমণ করেন। সে সব দেশে অবকাঠামো নির্মাণে পরিবেশ বান্ধব ইটের ব্যবহার তাঁর নজরে পড়ে। এরপর তিনি দেশে পরিবেশবান্ধব ইট উৎপাদনের পরিকল্পনা নেন।গত বছরের ১৯ নভেম্বর ইট উৎপাদন শুরু করেন তিনি। এই কারখানায় ইট তৈরিতে আনুপাতিক হারে ৪০ শতাংশ ফ্লাই অ্যাশ, ৪০ শতাংশ বালু, ১৫ শতাংশ সিমেন্ট ও ৫ শতাংশ পাথরকুচি ব্যবহার করা হয়।কারখানার ভাইব্রো ক্যাভিটি নামের যন্ত্রে প্রতি ৮ ঘণ্টায় ২০ হাজার ইট তৈরি করা সম্ভব। সম্প্রতি এ কারাখানার ইট দিয়ে বাড়ি নির্মাণ করেছেন জেলা শহরের হাজীপাড়ার বাসিন্দা জয়নাল আবেদিন। তিনি বলেন, ‘এই ইট দিয়ে বাড়ি নির্মাণের ফলে সৌন্দর্য বেড়েছে। পাশাপাশি খরচও কম হয়েছে।’এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল বলেন,‘পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইট দিয়ে অবকাঠামো নির্মাণ বিষয়ে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। তবে দেশে আর কোথাও ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি হয় কি না, আমার জানা নেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ