আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

শাহজাদপুরে প্রাইম থার্মাল ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

শাহজাদপুরে বিশ্বমানের সেবার প্রত্যায়ে প্রাইম থার্মাল ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন।গত মঙ্গলবার সন্ধায় পৌরসদরের ডাকবাংলা পাড়ায় বিশ্বমানের সেবার প্রত্যায়ে থার্মাল ফিজিওথেরাপি সেন্টােরের উদ্বোধন করা হয়েছে।এ সেন্টারটির উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল হামিদ লাভলু ও শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাক আমিরুল ইসলাম শাহু। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ রতন সেখ, মোঃ রাজিব শেখ, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ জহরলাল হোসেন প্রমুখ।শাহজাদপুরে এই প্রথম এ সেন্টারটির শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রাইম থার্মাল পিজিওথেরাপির মাধ্যমে মানবদেহের, মেরুদন্ড, কোমর, হাটু,হাত,পা সহ যে কোন ব্যাথা, মেদ ওজন কমানো, প্যারালাইসিস, ষ্ট্রোকজনিত সমস্যা, ডায়বেটিস, গ্যাষ্ট্রিক, মেয়েলি রোগ,পাইলস,হার্টের ব্লক,ফুসফুসের উন্নতি, এ্যাজমা, শাসকষ্ট,,কিডনীর সমস্যা, বাতের ব্যাথাসহ বিভিন্ন রোগের উপকার করা হয় বলে জানা গেছে।এ সেন্টারটির সত্তাধিকারী শাহরিয়ার হোসেনবলেন, শাহজাদপুরে এই থেরাপি সেন্টারটি না থাকায় শাহজাদপুরের মানুষ অন্য জেলায় গিয়ে থেরাপি নিতে হয়। তাই শাহজাদপুরের সন্তান রতন শেখের সহযোগিতায় শাহজাদপুরের মানুষের কষ্ট লাঘবের জন্যেই আমি শাহজাদপুরে এই থেরাপি সেন্টারটি চালু করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ