আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কালিয়াকৈরে স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী পালিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়ে ছিলেন, তাদের স্মরণে শুক্রবার (২৬ মার্চ) সূর্য উদয়ের সাথে সাথে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তর্বক অর্পণ করেন কালিয়াকৈর উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ সকল পেশাজীবির মানুষ। ৫০টি বেলুন ও পায়রা উড়িয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করে। পরে কুচকাওয়াজ অনুষ্ঠানের কর্যক্রম শুরু করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরীসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ