মোঃআনিসুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
সাভারে আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটারওয়ার লিমিটেডের শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করে প্রতিষ্ঠানটির কিউএ ডিপার্টমেন্ট।
এর আগে গত ২১ মার্চ (শনিবার) ফ্যাক্টরিটিতে শ্রমিকদের প্রবেশের পর হাত ধৌতকরণের জন্য প্রায় শতাধিক ওয়াটার ট্যাপ বসানো হয়েছে। একই দিন থেকে ফ্যাক্টরিটিতে প্রবেশকালে মাপা হচ্ছে প্রত্যেকের শরীরের তাপমাত্রা।
এ বিষয়ে জানতে চাইলে আজিম গ্রুপের ব্যবস্থাপক জুম্মন খান বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে করোনা প্রতিরোধে সবার মাঝে লিফলেট বিতরণ করেছি, শ্রমিকদের কারখানায় প্রবেশের পর এবং বাহির হওয়ার পূর্বে সাবান দিয়ে হাত ধৌতকরণের ব্যবস্থা করেছি, বিনামূল্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি।
তিনি আরোও বলেন, আজিম গ্রুপের ইডি জনাব আহসানুল কাদের জাহেদ স্যার ও কিউএ ডিপার্টমেন্টের এজিএম মইনুল ইসলাম খান সাজু স্যারের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের এ কার্যক্রম চলছে এবং চলবে।