আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

লক্ষ্মীপুরে এডভোকেট নয়নের পিতা সুলতান আহম্মেদ মাষ্টার আর নেই

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পিতা মাষ্টার সুলতান আহম্মেদ চৌধুরী আর নেই। তিনি আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, মরহুম সুলতান আহম্মেদ মাষ্টার দীর্ঘদিন থেকে অসুস্থ্য ছিলেন। আগামীকাল মঙ্গলবার বাদ যোহর লক্ষ্মীপুর লিল্লাহ্ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে মরুহুমের মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ