আজ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং

পাথালিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেমের সমর্থনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

সাভার উপজেলার আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার বিকেলে পাথালিয়া ইউপির ঘুঘুদিয়া গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় গত কয়েক বছরে সারা দেশে বিভিন্ন খাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন তিনি।

উঠান বৈঠকে পাথালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি আউয়াল মাস্টারের সভাপতিত্বে চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, আমি এই এলাকার সন্তান। সব সময় আপনাদের পাশে ছিলাম। নির্বাচিত হলে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

এসময় আরো বক্তব্য রাখেন, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জল হক, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান, আশুলিয়া থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনু), ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন মন্ডল পন্ডিত।

উঠান বৈঠকে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন দেওয়ানের সঞ্চালনায় বক্তারা বলেন, পাথালিয়া ইউনিয়নবাসী সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ঘাটের খুবই দুরঅবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের চোয়াঁয় আলোকিত করছেন। আমাদের সঠিক নেতৃত্বে দান কারী না পাওয়ার কারনে এই ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা চাই সঠিক নেতৃত্বে যিনি আমাদের এই ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে পারবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন তাকেই আমরা নির্বাচিত করবো। মোয়াজ্জেম হোসেন করোনাকলীন সময়ে খেটে খাওয়া অসহায় দিনমজুর পাশে দাড়িয়ে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যা ভুলার মত নয়। আমরা প্রত্যাশা করি আগামীতেও এভাবেই সহযোগিতা অব্যাহত রাখবেন তিনি।

উঠান বৈঠক শেষে মোয়াজ্জেম হোসেন এলাকার ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ