আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী তে যথাযথ মর্যাদায় পালিত হল বঙ্গবন্ধুর জন্মদিন

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

আজ বুধবার জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।

‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলমগীর মন্ডল।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ