আনিসুর রহমান
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর তিনি বলেন আগামী এক মাসের জন্য আমার আড়ৎ,বাড়ী ও জায়গার সকল ভাড়াটিয়ার ভাড়া মওকুফ। তিনি আরও বলেন
লোক দেখানো নয়,যদি আমায় দেখে কেউ দেশের এই দুঃসময় এগিয়ে আসে সেটাই আমার সার্থকতা। ফখরুল আলম সমর বলেন সমাজের ধনী ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসবেন গরীর দুংখির জন্য তিনি আশা প্রকাশ করেন।