আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং

আগামী এক মাসের ভাড়া মওকুফ করলেন ফখরুল আলম সমর

আনিসুর রহমান

 

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর তিনি বলেন আগামী এক মাসের জন্য আমার আড়ৎ,বাড়ী ও জায়গার সকল ভাড়াটিয়ার ভাড়া মওকুফ। তিনি আরও বলেন
লোক দেখানো নয়,যদি আমায় দেখে কেউ দেশের এই দুঃসময় এগিয়ে আসে সেটাই আমার সার্থকতা। ফখরুল আলম সমর বলেন সমাজের ধনী ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসবেন গরীর দুংখির জন্য তিনি আশা প্রকাশ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ