মোঃ আহসানুল ইসলাম আমিন:
আনন্দ উৎসব মুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান । মুন্সীগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা গুলোর মধ্যে অন্যতম পত্রিকা দৈনিক মুন্সীগঞ্জের খবর ইতিমধ্যে পাঠকদের কাছে বিশেষ সম্মানজনক স্থান করে নিয়েছে। পত্রিকার প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল রোববার মুন্সীগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার আলহাজ মো. মহিউদ্দিন ।
দৈনিক মুন্সীগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক এড. সোহানা তাহমিনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ – ৩ ( গজারিয়া- মুন্সীগঞ্জ সদর) সংসদ সদস্য এড মৃনাল কান্তি দাস , জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ,পুলিশ সুপার আব্দুল মোমেন পিপি এম সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ।