আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ভুরুঙ্গামারী থানা পুলিশের ঐতিহাসিক ৭ মার্চ পালন

আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ভুরুঙ্গামারী থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার বিকেলে ভুরুঙ্গামারী থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র এএসপি শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম মতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি এ এস খোকন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ