আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আলেকদিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

শেখ নাদিম, নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নস্থ আলোকদিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আলেকদিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোজ বৃহস্পতিবার (৪ মার্চ) ২০২১ ইং দুপুর ৪ টা হতে আলেকদিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব ইব্রাহীম সওদাগরের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিল পরিচালিত হয়,
তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন,
আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা ড.বি.এম মফিজুর রহমান আল-আযহারী, মোহাম্মদ জাহেদ বিন হাশিম বিএ (অনার্স) এম.এ দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, হাফেজ মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন বিএ(অনার্স), এম.এ কুরআনিক সায়েন্স’স এন্ড ইসমামিক স্টাডিজ বিভাগ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী চেয়ারম্যান কুমিরা ইউনিয়ন পরিষদ, জনাব খোরশেদ আলম মেম্বার, মোহাম্মদ আলী শাহ্ সাধারণ সম্পাদক আলী শাহ্ জামে মসজিদ, দানবির ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ লিটন।

প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী বলেন, আমরা সবাই তাফসীরুল কুরআন মাহফিল শুনছি কিন্তু সে অনুযায়ী আমল করছি না, আমাদের দরকার আল্লাহর হুকুম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, আমরা নামাজ না পড়লে আমাদের অন্য কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবেনা, টাকা পয়সা আমাদের কোন কাজে আসবেনা তার বাস্তব প্রমান যমুনা গুপের চেয়ারম্যান তার কোটি কোটি টাকা থাকার পরও করোনা ভাইরাস সংক্রমণে সে মৃত্যুবরন করেন।

মোহাম্মদ জাহেদ বিন হাশেম বলেন, আমাদের সবাইকে সতর্ক হতে হবে আমাদের ঈমান এর বিষয়ে বর্তমানে আমাদের ঈমান রক্ষা করাটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের অজান্তেই আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি শিরকের মাধ্যমে, শিরক আমাদের জন্য এমন সাধারণ বিষয় হয়ে গিয়েছেযে আমরা বুঝতে ও পারিনা যে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি মনে রাখতে হবে আমাদের ঈমান ছড়া কোন ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। কিভাবে আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে পারবো তা একমাত্র পবিত্র কুরআন শরীফ এ আল্লাহ বলেছেন, আমাদের পবিত্র কুরআন শরীফ অর্থসহ বুঝে পড়তে হবে একমাত্র কুরআন শরীফ বুঝে পড়ার মাধ্যমে আমরা বুঝতে ও জানতে পারবো আল্লাহ আমাদের কি আদেশ দিয়েছেন আর আল্লাহ আদেশ পালনের মাধ্যমে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ