আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে “লাইভলীহুড” প্রকল্প সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে বকনা জাতের গরু বিতরণ করা হয়েছে।৪ মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সুবিধাভোগীদের মাঝে এসব বকনা গরু বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, ওয়াল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম কাস্টার ম্যানেজার স্বপন মন্ডল, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ।অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে ৫৫ জন উপকারভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু তুলে দেন অতিথিরা। পর্যায়ক্রমে জেলায় মোট ২১০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হবে বলে জানায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ