আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে কুপিয়ে হত্যা

আমিনুর রহমান,সিংগাইর উপজেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি সিংগাইর সরকারি কলেজের ভিপিও ছিলেন।
নিহত মিরু পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর(রংয়ের বাজার) গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে সিংগাইর সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন গোডাউনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন মিরু। পারিবারিক ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সিংগাইর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ দুলাল ও উপজেলা ছাত্রলীগ সাধারণ ফারুক হোসেন মিরু মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল রাতে স্থানীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাসায় গানের অনুষ্ঠানে যান ফারুক হোসেন মিরু। অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে ফারুক হোসেন মিরু পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার ভাড়া বাসায় ফিরছিলেন। উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন গোডাউনের সামনে আসলে উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আঙ্গুর, তার ছোট ভাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা মো: দুলালের নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী দুটি সিএনজিতে করে এসে মিরুর গতিরোধ করে। এসময় মটরসাইকেল থেকে নামিয়ে মিরুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ফারুক হোসেনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সিংগাইর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল ও তাঁর বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আঙ্গুর জড়িত।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান বলেন হত্যা ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার এর অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ