আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। আজ (২৭ফেব্রুয়ারী) শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের হিজল-করচ বাগান সহ প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখার পূর্বে, তাহিরপুর থানা পুলিশের তত্বাবধানে হাওরের ওয়াচ-টাওয়ার সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন। হাওরের সংরক্ষিত সবুজা প্রকৃতি দেখা শেষে হাওর এলাকার একাধিক ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তিনি। সকালে উপজেলা সদর হতে রওয়ানা করে নদীপথে টাঙ্গুয়ার হাওরে আসার পথে টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত জয়পুর কান্দার সারি সারি হিজল-করচ বাগ পরিদর্শন করেন।এসময় উনার সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিবিএম,সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিবিএম, তাহিরপুর এ.এস.পি. সার্কেল বাবুল আখতার, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার প্রমুখ।এছাড়াও তাহিরপুর থানা পুলিশের একাধিক পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ