আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

বরিশালে করোনায় পাল্টে গেছে পার্কে হাঁটাহাঁটি

খান ইমরান 

 

নভেল করোনা ভাইরাস আতঙ্ক মানুষের স্বাভাবিক জীবনের রঙও শুষে নিয়েছে । কিছুদিন আগেও সকাল-বিকাল দলবেধে হাঁটা,ব্যায়াম,আড্ডায় বরিশাল পার্কগুলো মুখরিত থাকলেও ভাইরাস আতঙ্কে বেশিরভাগ স্বাস্হ্য সচেতন মানুষই নিজেদের খোলসবন্দি করে ফেলেছেন । মুক্তিযোদ্ধা, স্বাধীনতা,বেলস পার্ক কোথাও এখন তেমনটা টদেখা মেলেনা এসব মানুষের । চাঁনমারির বাসিন্দা মাইনুল খলিফা বলেন ভোরবেলা হাঁটতে পারি না সেজন্য ১০/১১ টা দিকে মুক্তিযোদ্ধা পার্কে আসি । মুক্তিযোদ্ধা পার্কের ঝাড়ুদার আছমা জানান,করোনা ভাইরাসের ভয়ে পার্কে আগের মতো মানুষজন আসে না । অনেক কইমা গেছে । মানুষজন কইমা গেলেও গাছ – গাছড়ার পাতা – টাতা পরা ভইরা গেলে । খালি পার্কে ঝাড়ু দিয়ে সময় কাটাই । বেলস পার্কেও একই অবস্হা । এক সপ্তাহ ধরে দেখা যায় পার্কে মানুষজনের আনাগোনা কমে গেছে । যেমন আগের নিয়মিত আসতেন,তারা এখন অনেকে আসে না । এই পার্কে সরকারি – সামরিক- বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা,অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিওবান মানুষরাই সকাল – সন্ধ্যায় শরীরচর্চা করতে আসতেন । তবে করোনা ভাইরাসের কারণে মানুষজনের মুভমেন্ট এমনিতেই সীমিত হয়ে গেছে । এর প্রভাব পার্কেও পড়েছে,এটাই স্বাভাবিক ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ