আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

ফেনীতে দশ দোকানের ৩৯ হাজার টাকা জরিমানা

আলাউদ্দিন সবুজ. ফেনী প্রতিনিধি 

 

করোনার প্রভাবে বাড়তি দামে পণ্য বিক্রি করায় ফেনীর বিভিন্ন স্থানে রবিবার অভিযান চালিয়ে ১০ দোকানের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পৃথক অভিযানে বের হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ লেমুয়া বাজারে হানা দেন। এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় নুরুল আবছারকে ২ হাজার, জসিম উদ্দিনকে ২ হাজা, নুরুল আমিনকে ৩ হাজার, বিমল চন্দ্র নাথকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একইদিন ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, সদর উপজেলার ফাজিলপুর বাজার শাহাজান ষ্টোরকে ৫ হাজার, সেকান্তর ষ্টোরকে ২ হাজার, দিপিকা স্টোরকে ১০ হাজার, কসকা বাজারে মিজান স্টোরকে ২ হাজার ও লেমুয়া বাজারে নুর ষ্টোরকে ৪ হাজার, ট্রাংক রোড়ে সান সার্জিকেলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবদুর রহমান, জেলা পুলিশের একটি দল সহযোগীতা করেন। অভিযানকালে করোনা সচেতনতায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিপলেট বিতরন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ