আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে আনিছুর হত্যাঃ আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক :

শাহজাদপুরে হত্যা মামলার ১০ দিনেও মুল আসামীরা গ্রেফতার না হওয়ায় তাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাপ বাজারে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

উল্লেখ্য, মটরসাইকেল চালানোকে কেন্দ্র করে গত পুর্ব বিরোধের জের ধরে গত ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় আনিছুর (৫৫) উল্টাডাপ বাজার হতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত আনিছুরের উপর অতর্কিত হামলা করে তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে।

এসময় এলাকাবাসী গুরতর আহত অবস্থায় আনিছুরকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় গত ৭ ফেব্রুয়ারী আনিছুরের মৃত্যু হয়৷

এঘটনায় গত ১৬ ফেব্রুয়ারী নিহত আনিছুরের ছোট ভাই মোঃ বাহারাম বাদী হয়ে মোঃ আদর ও তার পিতা মোঃ রহমসহ ৫৫ জনকে আসামী করে সিরাজগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দ্বায়ের করে। পরে শাহজাদপুর থানা মামলাটি রেকর্ড করে দুজন আসামীকে গ্রেফতার করে। কিন্তু মুল আসামীরা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে।

এ হত্যা মামলার ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশ জানায়,আসামীরা পলাতক রেয়েছে তাদেরকে ধরতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ