আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজদিখানে দু’গ্রুপের সংঘর্ষ, টেটাঁবিদ্ধ ৪ জনসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘষর্রে ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ৬ টায় উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা এলাকায় জহির এবং নুর হোসেন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জেড় ধরে দু’গ্রুপের সমর্থক চান্দেরচর গ্রামের ইসরাফিল এবং কামিজুদ্দিন গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । চান্দেরচরের সংঘর্ষে ৪ জন টেঁটা বিদ্ধসহ আহত হয় ১০ জন । টেঁটা বিদ্ধ  আহতরা হলেন, চান্দেরচর গ্রামের সুরুজ মিয়ার পুত্র সাদর মিয়া  (৫২), হাবিব ধেন্দার পুত্র আখির ধেন্দা  (৩২), কান্দু মিয়ার পুত্র নিলু মিয়া (৫৫), রফিকুল ইসলামের পুত্র মিদুল মিয়া (৩৪)। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মৃদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিরোধের জেড়ে ভোর ৬ টায় কয়রাখোলা এলাকায় জহির এবং নুর হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘষের ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯ টার সময় চান্দ্রের চর গ্রামে জহির এবং নুরহোসেনের সমর্থক ইসরাফিল  ও কামিজুদ্দিন কামু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় ৪ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয় । কয়রাখোলা এবং চান্দেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জালালউদ্দিন জানান, আমি ঘটনাস্থলে আছি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ