আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

তাহিরপুরে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:

দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি দলের নাম ভাঙ্গিয়ে বেপরোয়া ও অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা নব্য আওয়ামীলীগ পরিচয়ধারীদের প্রতিহত করতেও বদ্বপরিকর তৃনমূলের এই নেতাকর্মীরা। এ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের বাগলী বাজারস্থ দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, নিপীড়িত মানবের মক্তির মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। সেই দলীয় পরিচয় দিয়ে নব্য আওয়ামীলীগারদের বেপরোয়া ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করতে এবং দলকে সুসংগঠিত করতে বদ্যপরিকর আমরা মুজিব সৈনিকরা।

জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান খন্দকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি উমর আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফা, শ্রীপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিকুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, সভাপতি নজরুল ইসলাম, ১নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মানিক, সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সহ-সভাপতি আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন তালুকদার,মৎস্য সম্পাদক জুয়েল মিয়া, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আলমগীর মিয়া, সহ-সভাপতি কমল দাস, সদস্য আনোয়ার খন্দকার, ২ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম হ্রদয়, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানিক দাস, সিনিয়র সহ সভাপতি শেখ মঞ্জুল, ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ