আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ক্যএসিং মারমা’র সাহায্যর আবেদন 

সাজন বড়ুয়া সাজু :

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের(২০১৮-১৯ সেশন) গরীব মেধাবী এক শিক্ষার্থীর নাম ক্যএসিং মারমা। কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর ভাবে আঘাত পেয়েছে। যার ফলে পায়ের লিগামেন্ট মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। অতিদ্রুত চিকিৎসা না করালে পরবর্তীতে বড় আকারে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এতে চিকিৎসার খরচ বাবদ প্রায় ৪/৫ লাখ টাকা প্রয়োজন। এত টাকা তার পরিবারের পক্ষে সম্পূর্ণ বহন করা সম্ভব হচ্ছে না। তাই তার সু-চিকিৎসার জন্য আপনাদের সকলের আর্থিক সহযোগিতা কামনা করছেন ক্যএসিং মারমা’র মা বাবা।
এছাড়া এই মানবিক কাজে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি),
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

★ সাহায্য পাঠানোর ঠিকানা-

*বিকাশঃ

*01870054092(personal)
উথোয়াইচিং মারমা
সভাপতি
বিএমএসসি, চবি শাখা।

*01883810832 (personal)
রুইম্রোসাই মারমা
সাধারণ সম্পাদক
বিএমএসসি, চবি শাখা।

• বিদ্রঃ টাকা পাঠানোর পর কল করে বা ম্যাসেজ দিয়ে কনফার্ম করে নিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ