আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

বাংরাদেশ রোইং ফেডারেশ নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন নবাবঞ্জের রাশিম

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রোইং ফেডারেশ কার্যনির্বাহী কমিটির ২০২১ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন নবাবগঞ্জ রোই ক্লাবের সভাপতি রাশিম মোল্লা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদেরর পরিচালক এবং বাংলাদেশে রোইং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ২০২১ এর নির্বাচন কমিশনার মো. শাহ আলম সরদার ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির ফলাফল ঘোষণা করেন। এতে সহসভাপতি পদে আলহাজ্ব নজরুল ইসলাম, মো. মনিরুল আলম, কে এম মাসুদুর রহমান, আজমল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো. খোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক পদে ইফতেখারুজ্জামান টপছি, মোবারক হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো. জসিম উদ্দিন মন্টু। এছাড়া, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন একেএম আফজালুল মুনির,
রাশিম মোল্রা, সৈয়দ নাহিদুর রায়হান, নাসিরুজ্জামান চৌধুরি, মো. জাকির হোসেন পারভেজ। কার্যনির্বাহী এ কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীনতা দিবসে প্রথম নৌবাবাইচ সমিতি গঠন করা হয়। পরে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকাবাইচের নাম পরিবর্তন করে বাংলাদেশ রোয়িং ফেডারেশন নামকরণ করেন।
১৯৮২ সালে এশিয়ান রোয়িং, আন্তর্জাতিক রোয়িং ও আন্তর্জাতিক ড্রাগন ফেডারেশনের সদস্য পদ লাভ করে বাংলাদেশ রোইং ফেডারেশন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ