-
- রাজশাহী
- রাজশাহী গোদাগাড়ীতে ৯৮৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার একজন
- প্রকাশের সময়ঃ February, 22, 2021, 11:25 pm
- 677 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
রাজশাহী গোদাগাড়ী উপজেলাধীন আমতলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আসামী, গোদাগাড়ী উপজেলাধীন তালাইছাতনী পাড়া এলাকার লালমন বিবি ও মোঃ সেকেন্দার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৫ টার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮৫পিচ ইয়াবাসহ হাতেনাতে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার নিকট হতে একটি মোবাইল ফোন,একটি সিম কার্ড, ও একটি মেমোরি কার্ড জব্দ করে র্যাব।
এই বিভাগের আরও সংবাদ