আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

তুমি-একুশ উছাইঅং তঞ্চঙ্গ্যা

নিজস্ব প্রতিবেদক :

জন্মেছি এই দেশে
তাই হয়েছি ধন্য,
একুশ তোমারি জন্য।
একুশ তুমি বাংলার মায়ের
হারানো সে-ই বীর সন্তান।
একুশ আমার গর্ব
বাংলা আমার অহংকার।
একুশ তুমি রক্তে রঞ্জিত
সে-ই ঢাকার রাজপথ
যে-ই রক্তর শরীরপাত-
সা-জ-ব-র-শ অজ্ঞাত আরো অনেক।
একুশ তুমি বাংলা কথ্য রুপকার,
হারানো বাংলার মায়ের বীর-কবি।
বায়ান্ন থেকে একাত্তর সবি-ই তোমারি স্মৃতিময়,
তোমার সূত্রপাঠে এই বাংলা পরিচয়।
হয়তো একুশ তোমায় আমি দেখি নাই-
শুনেছি,শুনতেছি,আজোও,
কিন্তু তোমার গুণের নাই কোনো শেষ,
ধরনী বুকে লাল-সবুজের নকশাই তোমারি ঠাঁই।
যতদিন উদয় হবে রাঙা অংশমালী-
ততদিন স্মৃতিময় হয়ে রবে হে-চিরচেনা একুশময়ী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ