বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
ঢাকার সাভারে ১০০ লিটার মদসহ অজল হক নামের এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব-৪ নবীনগর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কলমাপুর রাজারবাগ এলাকা থেকে ৩জনকে আটক করে র্যাব-৪।
আটক অজল হক সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রাজারবাগ এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় মদসহ তিনজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিপসি ২, র্যাব-৪ এর এএসপি অনু মং। তিনি বলেন, সিপিসি২ এর র্যাব ৩ থেকে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ১০০ লিটার মদসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে র্যাব-৪ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করবে বলেও জানায়।