নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতায় আশুলিয়ার শিল্পাঞ্চলে লিফলেট বিতরণ করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১।
রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে লিফলেট বিলি করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান।
এসময় তিনি করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়ম মেনে চলাসহ সচেতন হওয়ার পরামর্শ জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতায় সকাল থেকে আশুলিয়ার বেরন এলাকার এনভয় পোশাক কারখানায় ৫ হাজার শ্রমিকের মধ্যে এ ভাইরাস রোধে করনীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি জানান, কোন শ্রমিকের মধ্যে সর্দি, কাশি ও জ্বরসহ করোনা ভাইরাসের যেকোন লক্ষ্মণ দেখা গেলে আইইডিসিআর এর হটলাইনে (০১৯২৭-৭১১৭৮৪) যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া আগামি কয়েকদিন আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮ লাখ শ্রমিকের মধ্যেই সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করা হবে বলেও জানান পুলিশ সুপার সানা শামীনুর রহমান।
লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদ নাসের জনি ও পরিদর্শক মাহমুদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।