আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

বেলকুচির দুটি স্কুলে চারতালা ভবনের ভিত্তি স্থাপন করলেন এমপি মমিন মন্ডল

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের বেলকুচিতে ২কোটি ৭৪লাখ টাকা ব্যায়ে সোহাগপুর নতুন পাড়া এ,এস উচ্চ বিদ্যালয় ও ২ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে গাড়ামাসী জিধুরী বালিকা বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মমিন মন্ডল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে শিক্ষাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলও সমান তালে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার অভূতপুর্ব উন্নয়ন করেছেন বর্তমান সরকার।

শুক্রবার বিকালে স্কুল মাঠে পৌর মেয়র অত্র বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান আলী মাস্টার,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী সরকার,প্রধান শিক্ষক মেহদী মাসুদ,পৌর কমিশনার ও অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইকবাল রানা,পৌর কমিশনার ফজলুর রহমান (ফজল) সাবেক পৌর কমিশনার আক্তার হোসেন,ছাত্রলীগ নেতা রিয়াদ আহম্মেদসহ স্কুলের শিক্ষকবৃন্দ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ